হোম » শিরোনাম » সমবায়ের ঋণ আরো সরলীকরণ করতে হবে – মাহী বি চৌধুরী

সমবায়ের ঋণ আরো সরলীকরণ করতে হবে – মাহী বি চৌধুরী

মোঃ আসাদুজ্জামান বাচ্চু: ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে শনিবার সকাল এগারটায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সমবায় র‍্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -০১ আসনের সাংসদ জনাব মাহী বি চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাহী বি চৌধুরী বলেন-“সমবায় একটি অত্যন্ত গণমূখী কার্যক্রম।দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করাই সমবায়ের মূল লক্ষ্য।মৎস্য,কৃষি,মৃৎশিল্প,কুটিরশিল্পসহ প্রায় ৩১ টি ক্ষেত্রে সমবায় কাজ করতে পারে।সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী সমবায়কে অগ্রাধিকার দিয়ে থাকেন।সমবায় কর্মকর্তার বক্তব্যের রেফারেন্স দিয়ে তিনি বলেন-সমবায়ের ঋণ আরো সরলীকরণ করা উচিত।কেননা, বর্তমান ঋণদান প্রক্রিয়ায় সুদের হার বছর শেষে প্রকৃতপক্ষে ২০-২২% হয়ে যায়।অথচ সমবায়ীদেরকে বলা হয় সুদের হার হচ্ছে ৭-৮% মাত্র”।অনুষ্ঠান শেষে তিনি লতব্দী ইউনিয়নে 2 কোটি টাকা ব্যয়ে ভাষানচর-দোসরপাড়া রাস্তা ও লতব্দী গয়াতলা রাস্তা এবং মধ্যপাড়ায় ১ কোটি টাকা ব্যয়ে ধামালিয়া-আদাবাড়ি রাস্তার পিচ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।বিকাল তিনটায় ইছাপুরা ইউনিয়নের চন্দনধূলে উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিচালিত গণটীকা কার্যক্রম পরিদর্শন করেন এবং উপজেলার ৭২% মানুষ ইতোমধ্যেই টীকা গ্রহন করেছে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, সিরাজদিখান থানার নির্বাহী অফিসার মোঃ বোরহানউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রাণী পাল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ফজলুল হক,সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার সদস্য সচিব হাজী মাসুদ ইসহাক পারভেজ,যুগ্ম-আহ্বায়ক হাজী বজলুর রহমান বেপারী,সাইফুল ইসলাম মিন্টু,মিজানুর রহমান চন্দন,জহিরুল ইসলাম,উপজেলা যুবধারার আহ্বায়ক কবির হোসেন,সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম,যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন, আমিনুল ইসলাম লিপু,দুলাল সর্দার,আরিফ হোসেন বেপারী, আজিম হোসেন রাজু,আল মামুন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মৃধা,খায়ের বেপারী,বাবু চৌধুরী, যুবলীগ নেতা এডভোকেট আবু সাঈদ,সুখন চৌধুরী প্রমুখ।

error: Content is protected !!