আওয়াজ অনলাইন: প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান।
গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নায়কের স্ত্রী তাহসিনা এশা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রোশান বলেন, বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। তবে মেয়ের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাব সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি।
একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে কন্যা-সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন নায়ক রোশান। উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন এশাকে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই বিয়ের খবর জানান সবাইকে।
আরও পড়ুন
রাবিতে ভর্তিযুদ্ধ শুরু, প্রথম দিনে পরীক্ষার্থী ৭৫ হাজার
বৃহস্পতিবার থেকে নবম-দশম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ