হোম » বিনোদন » না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ফারুক

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ফারুক

আওয়াজ অনলাইন: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক না ফেরার দেশে চলে গেলেন। 

সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান। এ তথ্য জানান অভিনেতা ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।

শরৎ বলেন, বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাবা মারা যান। তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আগামীকাল মঙ্গলবার মরদেহ দেশে আনা হবে বলে জানান শরৎ।

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক।  তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন নায়ক ফারুক। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

error: Content is protected !!