হোম » বিনোদন » সারা জেরিনের ‘বউ হওয়া কি মুখের কথা’ 

সারা জেরিনের ‘বউ হওয়া কি মুখের কথা’ 

মারুফ সরকার,স্টাফ রিপোর্টার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় যাত্রা শুরু করেন সারা জেরিন। এরপর ‘রোমিও ২০১৩’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায় কাজ করেন। মাঝে কিছুটা বিরতি নেন। তবে বিরতি শেষে আবারও নতুন সিনেমায় কাজ শুরু করছেন সারা জেরিন। তিনি নতুন সিনেমা নিয়ে বলেন, নামী ও জনপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবর ভাই নতুন এ সিনেমার প্রধান উপদেষ্টা। সম্প্রতি রাজধানীর মগবাজারে ‘বউ হওয়া কি মুখের কথা’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।
জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় নবাগত নায়ক থাকছেন আমার বিপরীতে। আশা করছি, নতুন বছর দর্শক ভালো কিছু উপহার পাবে। ঢাকার সাভারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। একটানা কাজ শেষ হবে চলচ্চিত্রটির চিত্রায়ণ। সিনেমাটিতে সারা জেরিনের দাদার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা রউফ। সিনেমাটিতে গান রয়েছে মোট পাঁচটি।
সারা জেরিন অভিনীত ‘হিটার’ ও ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরেই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Loading

error: Content is protected !!