হোম » প্রবাস » আলফাডাঙ্গায় অর্ধশত পরিবারের মুখে হাসি ফুটালো প্রবাসী যুবক

আলফাডাঙ্গায় অর্ধশত পরিবারের মুখে হাসি ফুটালো প্রবাসী যুবক

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘ঝড়ে আমাদের ঘরবাড়ি উড়ায় নিয়ে গেছে। খোলা আকাশের নিচে থাকতাম। প্রবাসী আকাশ মিয়া ঘর মেরামত করার জন্য ঢেউটিন দিয়েছে। এখন মাঠা গোঁজার একটু ঠাঁই হবে। আল্লাহ্ আকাশ মিয়াকে হাজার বছর বাঁচিয়ে রাখুক’ কথাগুলো বলছিলেন ঝড়ে ক্ষতিগ্রস্ত আছিরোন বেগম। মরিশাস প্রবাসী আকাশ মিয়ার কারণে দুঃখ ঘুচলো আছিরোন বেগমের।
শুধু আছিরোন বেগম নয়; ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এরকম অর্ধশত পরিবারের মুখে হাসি ফুটিয়েছে মরিশাস প্রবাসী আকাশ মিয়া।
বুধবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার নিজস্ব অর্থায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রবাসী আকাশ মিয়ার পিতা জাকির মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আশিকুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আইয়ুব মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলন মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, সদর ইউপি নারী সদস্য মর্জিনা বেগম, ইউপি সদস্য জাকির মিয়া ও এনামুল হক তালুকদার প্রমুখ।
গত ৫ অক্টোবর দুপুরে মাত্র এক মিনিটের ঝড়ে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের প্রায় অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এরপর থেকে অনেকেই সহায়সম্বল হারিয়ে অর্ধাহারে দিনাতিপাত করছিলেন। কেউবা খোলা আকাশের নিচে বসবাস করছিলেন।
খবর পেয়ে গত মঙ্গলবার মরিশাস প্রবাসী আকাশ মিয়া প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তখন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের জন্য স্থায়ী কিছু করবেন। সেই ধারাবাহিকতায় তাদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এবিষয়ে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি হাড়-খাটুনি পরিশ্রম করে প্রবাসে টাকা উপার্জন করি। এই টাকায় আমার দেশের মানুষ একটু ভালো থাকুক। এটাই আমার পরম তৃপ্তি।’
error: Content is protected !!