চাটখিল প্রতিনিধি : প্রধানমন্ত্রী ত্রান তহবিল হতে প্রাপ্ত অসুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সভাকক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩ টায় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮ জনকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।
চেক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর জসীম উদ্দিন বাবলু, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাবেক ছাত্র নেতা নজরুল দেওয়ান, দিদারুল আলম ও সাইফুল গাজী।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু