হোম » অর্থনীতি » হাতীবান্ধায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

হাতীবান্ধায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভ্যান্তরিন বোর ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা এল.এস.ডি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি মোতাহার হোসেন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে
 আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা কৃষকলীগ সভাপতি (ভারপ্রাপ্ত)খাইরুল বাশার, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল আলম খান রুপম ও বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান আলী প্রমূখ।
উল্লেখ্য এবারে ধান ৩০ টাকা কেজি দরে মোট ৬শত ৩৭মেঃটন,৪৪টাকা কেজি দরে ৮শত ২মেঃটন চাল সংগ্রহ করবে সরকার।
error: Content is protected !!