হোম » অপরাধ-দুর্নীতি » খুলনায় মাপে তেল কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় মাপে তেল কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ওজনে তেল কম দেওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আসিফ ফিলিং স্টেশন ও জয় মা এন্টারপ্রাইজে নামক তেলের দোকানে পেট্রোল ও ডিজেল বিক্রয়ে ওজনে কম দেওয়ায় সত্যতা মেলায় তাদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
তিনি বলেন, ‘উপজেলার আসিফ ফিলিং স্টেশনে পেট্রোলে প্রতি ১০ লিটারে ৫২০ মিলি কম দেয়ার প্রমান পেয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকার জয় মা এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে প্রতি ১০ লিটার ডিজেলে ৪৫০ মিলি তেল পরিমাপে কম দেয়ার সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’
এসময় খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ রাকিব ইসলাম, পেসকার ইব্রাহিম সানা, হিরামনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!