হোম » অপরাধ-দুর্নীতি » ধুনটে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ধুনটে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রেমে ব্যর্থ হয়ে বাবা-মার পর অভিমান করে রঞ্জনা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রী ধুনট আদর্শ কেজি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী ও বেলকুচি পূর্বপাড়া গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে।

এ বিষয়ে থানার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শনিবার বিকালে নিহতের বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ধুনট আদর্শ কেজি স্কুলের একই ক্লাসের ছাত্র ও ধুনট সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের শামসুল হক এর ছেলে মোফাজ্জল হোসেন এর সঙ্গে রঞ্জনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের ভালোবাসা মেয়ের বাবা- মা মেনে না নয়, বাবা মার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল অনুমান ১১টার দিকে রঞ্জনা খাতুন সবাইকে চোখের আড়াল করে তাহার থাকার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন।

error: Content is protected !!