বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে শেফা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোদারপাড়া তালিমুল কুরআন মহিলা মাদরাসার স্টোররুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বছর ধরে হাফেজিয়া মাদরাসাটিতে পড়াশোনা করছিল শেফা। সকালে মাদরাসা কর্তৃপক্ষ স্টোররুমে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, সুরতহালে শেফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় তদন্ত চলমান।।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা