আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাতের আধারে পুত্রবধুর পরকিয়া প্রেমিককে ঘরের ভিতরে দেখায় শশুরকে হত্যা করার অভিযোগ। পুলিশের হাতে আটক প্রেমিক।
জানাগেছে, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি গ্রামের জালাল উদ্দীন এর ছেলে কছিম উদ্দিন একই এলাকার আমির হোসেনের পুত্রবধু তিন সন্তানের জননীর সাথে পরকিয়া প্রেমে জরিয়ে পড়ে। উক্ত বধুর স্বামী ঢাকায় কর্মরত থাকার সুযোগে শনিবার মধ্যরাতে পরকিয়া প্রেমিকার নিজ শয়ন ঘরে ডুকে কছিম উদ্দিন এ সময় পুত্রবধুর বাড়ির লোকজন বুঝতে পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। কছিম উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে উক্ত বধুর শশুর আমির হোসেনের সাথে ধাক্কাধাক্কি করলেও আমির হোসেন বুকে আঘাত পায় এবং ঘটনা স্থলে তার
মৃত্যু হয়। পরে এলাকাবাসী কছিম উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে কছিম উদ্দিনকে আটক করে এবং ওই বধুকে জিজ্ঞাসাবাদের করার জন্য থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা থানা ওসি শাহা আলম সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নন্দীগ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীর বিদ্যুৎ গ্রাহক