হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার ধুনটে শিক্ষার্থীকে শ্লিলতাহানীর ঘটনায় দর্জির বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে শিক্ষার্থীকে শ্লিলতাহানীর ঘটনায় দর্জির বিরুদ্ধে মামলা

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে শিক্ষার্থীকে শ্লিলতাহানীর ঘটনায় কামরুল ইসলাম (৪৫) নামের এক পোষাক তৈরীর কারিগর কে (দর্জি) আসামি করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করে। কামরুল ইসলাম নিমগাছী গ্রামের মৃত হাসেন আলী আকন্দের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সোমবার বিকেল ৫টায় ওই শিক্ষার্থী পোষাক তৈরী করার জন্য উপজেলার নিমগাছী বাজারে যায়। সেখানে দর্জি কামরুল ইসলাম শরিরের মাপ নিতে গিয়ে ওই শিক্ষার্থীকে শ্লিলতাহানী করে।
পরে ওই শিক্ষার্থী বাড়িতে এসে তার পরিবারকে বিষয়টি জানালে তারা কামরুল ইসলামের কাছ থেকে ঘটনা কারন জানতে চায়। এসময় দর্জি কামরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর বাবাকে অকথ্য ভাষায় গালিসহ শিক্ষার্থীকে নানা ধরনের হুমকি প্রদান করে। ওই শিক্ষার্থীর বাবা জানান, এ ঘটনায় দর্জি কামরুল ইসলামকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছি।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর বাবা এক জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
error: Content is protected !!