হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে পড়ে শ্রমিক নিহত

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে পড়ে শ্রমিক নিহত

এম এ রাশেদ: বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে পড়ে শঙ্কর রাজভোড় (৫২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার সিটি সেন্টার নামে ভবনের নিচতলায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শঙ্কর সদরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক হিসেবে কাজ করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহিনুজ্জামান। তিনি বলেন, বগুড়ার অন্যতম বাণিজ্যিক এলাকায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটির সাততলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় কাজ চলছিল।
নিচতলায় শ্রমিকেরা দেয়াল ভাঙ্গার এক পর্যায়ে বিম ভেঙ্গে পড়ে। এসময় সেই বিম শ্রমিক শংকরের মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহিনুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
error: Content is protected !!