হোম » অপরাধ-দুর্নীতি » উল্লাপাড়ায় ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ:ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

উল্লাপাড়ায় ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ:ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

রায়হান আলী, উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে বিপুল পরিমান বোতলজাত সয়াবিন তেল মজুদ করে উচ্চ মূল্যে বিক্রির দায়ে মেসার্স অর্নব ট্রেডার্স ও মেসার্স দত্ত এন্ড ব্রাদার্স এর গোডাউনে অভিযান চালিয়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দত্ত এ্যান্ড বাদ্রার্স ও মের্সাস অর্ণব ষ্টোর কে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে পৌর শহরের ঘোষগাঁতী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেন। পরে জব্দকৃত সয়াবিন তেল বোতলের গায়ের সাথে নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা পৌর শহরের ঘোষগাঁতী ২ টি গোডাউন থেকে প্রায় ২৬ টন বোতলজাত সয়াবিন তেল জব্দ করি। এই ২ ব্যবসায়ী কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল নির্দিষ্ট দিনে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

error: Content is protected !!