হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়া জেলা আদিবাসী পরিষদের কর্মীসভা ও কমিটি গঠন

বগুড়া জেলা আদিবাসী পরিষদের কর্মীসভা ও কমিটি গঠন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ছোনকা আম্বইল এলাকায় সংঘঠনের অস্থায়ী কার্যালয়ে ১১ মে বুধবার বেলা ১১ টায় জেলা আদিবাসী পরিষদের কর্মীসভা ও কমিটি গঠন করা হয়েছে। বগুড়া জেলা আদিবাসী পরিষদের সমন্বয়ক শ্রী সন্তোষ সিং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক রাম প্রসাদ মাহাতো, ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মোন্ডা, আদিবাসী পরিষদ পাবনা জেলার সাধারণ সম্পাদক আশিক বার্নিয়াস, আদিবাসী পরিষদ ধুনট উপজেলার সভাপতি স্বপন চন্দ্র কুর্নিদাস, সাধারণ সম্পাদক সুনীল মালো, আদিবাসী যুব পরিষদ বগুড়া জেলার সাধারণ সম্পাদক গৌতম মাহাতো প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ২০ লাখেরো বেশী আদিবাসী বসবাস করে। মহান মুক্তিযুদ্ধে আদিবাসীরা অসামান্য অবদান রেখেছে। জীবন বাজি রেখে যেসব আদিবাসী বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন তাদের অনেকেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। অনেক আদিবাসী দেশ স্বাধীন পরবর্তী সময়ে ভ’মিদস্যুদের অত্যাচার ও নিরাপত্তাহীনতায় পরিবার সহ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।  দেশ স্বাধীন হওয়ার পর আদিবাসীদের বাড়িঘর অন্যরা দখল করে নিয়েছে। অনেকেই বেদখল হওয়া জায়গা এখনো উদ্ধার করতে পারেনি। অনুষ্ঠানের শেষে শ্রী সন্তোস সিংকে আহবায়ক, সুজন রাজভোরকে যুগ্ম আহবায়ক, স্বপন কর্নিদাসকে সদস্য সচিব করে বগুড়া জেলা আদিবাসী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
error: Content is protected !!