হোম » অপরাধ-দুর্নীতি » সিরাজগঞ্জে র‌্যাবের অভিযান ৪ জঙ্গির আত্মসমর্পণ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযান ৪ জঙ্গির আত্মসমর্পণ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে। সেখান থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র‌্যাব। পরে শুক্রবার সকালে বাড়িতে থাকা চার জঙ্গি আত্মসমর্পণ করে।

তিনি আরোও জানান, শিক্ষক ফজলুল হকের বাড়ীতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়া নিয়ে বসবাস করছিলো। হঠাৎ গত কয়েক মাস আগে তার সাথে বগুড়া থেকে আসা দুই/তিন অপরিচিত লোক থাকতে শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব ঐ বাড়ী ঘিরে ফেলে। তিনি আরো জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে র‌্যাব-১২।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে।

error: Content is protected !!