হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্তে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত নারী মারা গেছেন। শুক্রবার রাত ৯ টার দিকে তিনি বগুড়া শজিমেক হাসপাতালে মারা যান। নিহত নারী হলেন হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় আসমা বেগম (৩৪)। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  শুক্রবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জমির বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে আহতরা জানিয়েছেন। আহতরা হলেন আশরাফ আলী (৬৪), আফছার আলী (৫৫),জাহার আলী (৩৬), সাহার আলী (২৬), ইসরাফিল (৪৫), ইসমাইল (৫০)। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর আশরাফ আলী, আসমা বেগম, আফছার আলী, জাহার আলী, সাহার আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
aসারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হাসনারপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা জেনে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এদিকে, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯ টার দিকে আছমা বেগম মারা যান বলে নিশ্চিত করেছেন মেডিক্যাল ফাঁড়ির এসআই আজিজ মন্ডল।
error: Content is protected !!