হোম » অপরাধ-দুর্নীতি » সাতকানিয়ার খাগরিয়ায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ

সাতকানিয়ার খাগরিয়ায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ

সাঈদুর রহমান চৌধুরী, চট্টগ্রামঃ ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও এলাকাবাসী । গতকাল রবিবার বিকাল ৪ টায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায়
সবধরনের মাদক ও জুয়ার বিস্তার প্রতিরোধে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ।

মানববন্ধন শেষে সমাবেশে ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ বলেন, ‘অত্র এলাকায় কিছু চিহ্নিত মাদকবিক্রেতার কারণে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় আমরা এসকল মাদক বিক্রেতাদের হাত থেকে পরিত্রাণ চাই।’

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ‘কিছু অসাধু মাদক ব্যবসায়ী,জুয়াড়ি ও মাদক সেবনকারীদের কারণে খাগরিয়ার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।এদের কারণে আগামীর ভবিষ্যৎ যুবসমাজ ধ্বংস হওয়ার পথে।তাই এদের এখনই থামাতে হবে।অন্যথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখোমুখি হবে। ‘

এলাকাবাসীরা এলাকার চিহ্নিত এসব মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার আহবান জানিয়ে বলেন,’আমরা খাগরিয়াবাসী মাদক ও জুয়া মুক্ত এলাকা চাই।তাই শীঘ্রই এলাকার চিহ্নিত মাদকবিক্রেতাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!