জাহেদুর রহমান সোহাগ,চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। রোববার (৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে তাকে ধরা হয়। এসময় তার কাছ থেকে ৪৪০লিটার চোলাই মদ পাওয়া যায়। তার নাম নেজাম উদ্দিন (৪৬)। সে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার গারাংগিরি এলাকার আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহবুব জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার কাছে পাওয়া চোলাই মদগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে সে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
অধিক লাভের আশায় কালাইয়ে চাষিরা ভুট্টা চাষ করছেন।
বগুড়া র্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী দীর্ঘ ৬ বৎসর যাবত পলাতক থাকার পর গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার।