হোম » অপরাধ-দুর্নীতি » কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার ।

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার ।

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের জন্য আনা দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস ফেলে পালিয়েছে পাচারকারী।
গত সোমবার রাত ৮টার দিকে  উপজেলার সদর ইউনিয়নের মির্জার জোড়া খাল নামক এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব আইস উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দীন আহমেদ বলেন, রাতে নাফ নদীর মির্জার খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে এক ব্যক্তিকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জার জোড়া খালের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন।
তিনি জানান, এ সময় পাচারকারী সঙ্গে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে ঘন কেওড়াবাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে ব্যাগটি খুলে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।
error: Content is protected !!