হোম » সারাদেশ » শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ 

শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ 

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি :  শেরপুর তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসম্বর )দুপুরে শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার হলরুলে কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সোজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কমকর্তা- মরিয়ম সুলতানা।
জেলা কমকর্তা মো: মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুইশ’ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৪ টি ট্রেডে উপজেলার দুইশ’ জন নারী যথাক্রমে আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়।

Loading

error: Content is protected !!