হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু : বসতঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু : বসতঘর পুড়ে ছাই

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন লেগে সাড়ে তিন মাসের প্রণয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর ) বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দেবীপুরের মন্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো ভাটার কাজে বাইরে চলে যায়। দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুমিয়ে রেখে বাইরে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘড়ের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের পুড়ে যাওয়া স্তুপ থেকে শিশু প্রণয়ের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এক শিশুর মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Loading

error: Content is protected !!