হোম » সারাদেশ » সুন্দরগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আঃ খালেক মন্ডলঃ  গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের কলেজ ছাত্র জিল্লুর রহমানের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জিল্লুর ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির ছাত্র।

জানা গেছে, রোববার দিবাগত রাতে জিল্লুর তার নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে রশিতে ঝুলিয়ে আতœহত্যা করে। সোমবার সকালে ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায়, সে ফাঁসের মধ্যে ঝুলে রয়েছে। খবর পেয়ে  থানার এসআই আবু তালেব ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পারিবারের লোকজনের দাবি প্রেম ঘটিত কারনে সে আত্মহত্যা করেছে।

Loading

error: Content is protected !!