হোম » সারাদেশ » ফুলবাড়ীতে  ১৬ তম হাজী সম্মেলন 

ফুলবাড়ীতে  ১৬ তম হাজী সম্মেলন 

মো. মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীত উপজেলা পৌর ঐতিহাসিক গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের   ঈদগাহ মাঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা- শরিকা লাকা – লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল্লিায়ামাতা লাকা ওয়াল মূলক, লা শরিকা লাক ধ্বনিতে  ১৬ তম হাজী অনুষ্ঠিত হয়েছে।
হাজী সম্মেলনে পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী  এডভোকেট আলহাজ্ব  মো. মোস্তাফিজুর  রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো আতাউর রহমান মিলটন, দিনাজপুর জেলা হাজী পরিষদের সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, ও সাধারণ সম্পাদক এস এম মো. আবেদিন,  বিশিষ্ট  ব্যবসায়ী  আলহাজ্ব মো. রুহুল আমিন, আলহাজ্ব মো. মহসীন সরকার, পৌর ইঞ্জিনিয়ার  আলহাজ্ব মো. লেমন,  এলুয়ারী চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীউল ইসলাম, ফুলবাড়ী থানা ইনর্চাজ মো.মোস্তাফিজার, আলহাজ্ব মো. আবু মুসা, প্রধান আলোচক ডা. এনামুল হকসহ অনেকে।

Loading

error: Content is protected !!