হোম » সারাদেশ » চিরিংগা হাইওয়ে পুলিশের কাছে ইয়াবাসহ মাইক্রোবাস আটক

চিরিংগা হাইওয়ে পুলিশের কাছে ইয়াবাসহ মাইক্রোবাস আটক

এইচ এম রুহুল কাদের,চকরিয়া:  মাইক্রোবাস ও ইয়াবাসহ পাচারকারীকে আটক করে কক্সবাজার চিরিংগা হাইওয়ে পুলিশ। ২৪শে সেপ্টেম্বর(রবিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, এসআই খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতলী ইউনিয়ন বানিয়ারছড়ার চিরিংগা হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী একটি হাইয়েস মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৪০৯০) এবং এর চালক মো. ইকবাল (৩০) কে আটক করা হয়।
অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২টি পোটলায় নীল রঙের ২০ টি এয়ারটাইট প্যাকেটের মধ্যে ১৯ টি প্যাকেটে ৩৮০০ (তিন হাজার আট শত) পিস এবং ০১ টি প্যাকেটে ১১২ (একশত বার) পিস সহ সর্বমোট ৩৯১২ (তিন হাজার নয়শত বার) পিস ইয়াবা, যাহার ওজন আনুমানিক ৩৭৭ গ্রাম (যার মূল্য অনুমান ১১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ও হাইয়েস মাইক্রোবাসের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি খোকন কান্তি রুদ্র।
error: Content is protected !!