হোম » সারাদেশ » জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনশন

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনশন

রবিউল হাসান লায়ন : জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার পলাতক আসামি ফাহীম ফয়সাল রিফাতসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনশন করেছে সাংবাদিক নাদিমের পরিবার।
বুধবার অনশন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক নাদিমের বাবা আলহাজ মো. আব্দুল করিম, স্ত্রী মনিরা বেগম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. ইউসুফ আলী অভিযোগ করেন, মামলার গ্রেপ্তারকৃত প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিথ্যাচার করেছেন। মামলার বাদী মনিরা বেগমসহ পরিবারের অভিযোগ, চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহাজারভুক্ত আসামি কেউ প্রকাশ্য ঘুরছে আবার কেউ জামিনে বের হয়ে সাংবাদিক নাদিমের পরিবারকে হুমকি দিচ্ছে। বর্তমানে সিআইডিতে থাকা মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি পরিবারটির। এ সময় সাংবাদিক নাদিমের বৃদ্ধা মা আলেয়া বেগমের আহাজারিতে স্তব্ধ হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর।
পরে ওইদিন দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের শান্তনা এবং তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানের আশ্বাসে অনশন ভঙ্গ করান।
গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এ পযন্ত ১৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী
error: Content is protected !!