হোম » সারাদেশ » পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছে গাইবান্ধার কৃষকরা

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছে গাইবান্ধার কৃষকরা

শাহজাহান সিরাজ: ভরা এই বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন গাইবান্ধার কৃষকরা। গাইবান্ধায় দীর্ঘকাল ধরে বৃষ্টির উপর নির্ভর করেই আমনের চাষাবাদ করে আসতো এখানকার কৃষকরা। কিন্তু এবার প্রয়োজনীয় বৃষ্টির অভাবে রোপা আমন চাষ তো দূরের কথা, অনেক কৃষক এখনো বীজতলা তৈরি করতেই পারেনি। তাইতো পাম্প অথবা স্যালো মেশিন দিয়ে পানি তুলে চাষাবাদ করতে বাধ্য হচ্ছেন গাইবান্ধার কৃষকরা।
মূলত: জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম। পরিবেশেও পড়ছে তার এই নেতিবাচক প্রভাব।  গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কৃষক বিপ্লব মিয়া ‘গণমানুষের আওয়াজ’ কে বলেন, বৃষ্টির অপেক্ষায় থাকলে তার ধানের চারা নষ্ট হয়ে যাবে। সেজন্য তিনি পাম্প বসিয়ে পানি তুলে ধানের চারা রোপণ করেছেন। আর এতে খরচ বেশি পড়লেও কিছু করার নেই বলেও জানান কৃষক বিপ্লব মিয়া।
error: Content is protected !!