হোম » সারাদেশ » জামালপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

জামালপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানে জামালপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে । 
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানী বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণের এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা এবং উপ-পরিচালক মো. তালেবুর রহমান।
গণশুনানিতে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ দুদকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
গণশুনানী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ জামালপুর সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হয়।
একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা হয়।
জানা যায়, গণশুনানী অনুষ্ঠানে ১৫০ টি অভিযোগ যাচাই বাছাই শেষে ৬১ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
error: Content is protected !!