হোম » সারাদেশ » পলাশবাড়ীতে মহিলা নেত্রী শ্যামলীকে গ্রেফতারসহ শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

পলাশবাড়ীতে মহিলা নেত্রী শ্যামলীকে গ্রেফতারসহ শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের শাস্তির দাবীতে এক মানববন্ধন ও সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ জুন) সকাল ১১টায় পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার প্রায় দু’হাজার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল, শ্রমিক নেতা সুরুজ হক লিটন, ভূক্তভোগী পরিবার গুলোর মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গণি মন্টু প্রমুখ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এবং থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারী তাদের অবরোধ তুলে নেয়। বক্তারা বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিচারের মাধ্যামে শাস্তির দাবী জানান।

মানববন্ধনে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার শতশত মানুষ অংশ নেন।

error: Content is protected !!