হোম » সারাদেশ » দাগনভূঞায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত 

দাগনভূঞায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার আয়োজনে দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দির কমপ্লেক্স মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 
সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি নিতাই চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার বিজন বিহারী ভৌমিক এর পরিচালনায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, জেলা ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ভুষন ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক মাষ্টার দুলাল চন্দ্র দে, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ রঞ্জন কুরী, সাধারণ সম্পাদক বিজন ভৌমিক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস, শারদাঞ্জলী ফোরামের সাধারণ সম্পাদক পলাশ দাস, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ সিন্দুরপুর ইউনিয়নের সভাপতি ডাঃ হরি হর ভৌমিক, রাজাপুর ইউনিয়নের সভাপতি ভবতোষ মজুমদার, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের সভাপতি মাষ্টার গনেশ চন্দ্র ভৌমিক, ইয়াকুবপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শর্মা, সদর ইউনিয়ন ঐক্য পরিষদ সভাপতি মাষ্টার হারাধন চন্দ্র দে, মাতুভূঞা ইউনিয়ন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মাষ্টার চন্দন ভৌমিক, জায়লস্কর ইউনিয়ন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, পৌর ছাত্র লীগের সভাপতি মিশু নাথ ও ছাত্র ঐক্য পরিষদের প্রস্তাবিত আহ্বায়ক হৃদয় ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সভার কার্যক্রম শুরু করা হয়। পরে হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
error: Content is protected !!