হোম » সারাদেশ » হাতীবান্ধায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন করলেন এমপি মোতাহার হোসেন

হাতীবান্ধায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তনের উদ্বোধন করলেন এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ২০২২-২৩ অর্থ বছরে সমলয়ে চাষাবাদে ৫০একর জমিতে ৮০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার – বীজ ও রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ কর্মসূচি প্রর্দশনীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম নওদাবাসে তরনী মেম্বারের বাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তার প্রমূখ।
error: Content is protected !!