হোম » সারাদেশ » বদলগাছীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভা

বদলগাছীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে “শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৪মে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক
হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় অতি: পরিচালক দেবাশিস সরদার, সমাজসেবা কার্যালয়ের নওগাঁ জেলা পরিচালক নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান
মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, আধাইপুর ইউপি চেয়ারম্যান এ,কে,এম রেজাউল কবির পল্টন, বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান, সমাজসেবক রজতকান্ত গোস্বামী প্রমূখ।

error: Content is protected !!