হোম » সারাদেশ » ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

আওয়াজ অনলাইন: ধীরে ধীরে নিজের চেহারায় ফিরছে তিলোত্তমা ঢাকা। কর্মজীবীদের উপস্থিতিতে একটু একটু সরব হচ্ছে নগরী। ঈদের ছুটি কাটিয়ে শনিবারও অনেককেই ঢাকায় ফিরতে দেখা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে গত রোববার। তবে এখনো পুরনো চেহারায় ফেরেনি রাজধানী। ঈদের ছুটির সাথে যারা বাড়তি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন, মূলত তারাই এখন ফিরছেন।

রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা খুলছে। তাই কাল থেকে আবারো আগের সেই চিরচেনা রূপে ফিরবে ঢাকা।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকা থেকে মহাখালী হয়ে ঢাকায় ঢুকছেন বিভিন্ন মানুষ। ছুটির দিনে ভোগান্তি ছাড়াই ঢাকায় ঢুকতে পেরেছেন বলে জানান যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে একই চিত্র।

যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় অনেকটাই স্বস্তির ছিল। যানজট ও ভোগান্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ফিরেছেন তারা। তবে ফিরতি পথে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

এদিকে, এখন পর্যন্ত ৭৯ লাখ ৫১ হাজার ৭৩ সিম ব্যবহারকারী ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন বলে শুক্রবার জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

error: Content is protected !!