হোম » সারাদেশ » ধুনটে বিএডিসি কোরিয়ান মেশিনের ড্রেনের ইট উত্তোলন করার অভিযোগ

ধুনটে বিএডিসি কোরিয়ান মেশিনের ড্রেনের ইট উত্তোলন করার অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট মাজবাড়ী গ্রামে বিএডিসি কোরিয়ান মেশিনের ড্রেনের ইট উত্তোলনের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ ই মার্চ) বিকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামে গিয়ে সরজমিনে জানা যায়, বিগত ৩০ বছর আগে বিএডিসি কোরিয়ান ডিজেল চালিত ২ সেলেঞ্চার ছেচ যন্ত্র মেশিন স্থাপন করেন মাজবাড়ী গ্রামের মরহুম আজগর আলী মন্ডল।কোরিয়ান মেশিনের পানির চলাচলের জন্য ৩০০ শত ফিট ৭০০০ হাজার ইট দিয়ে একটি ডেন নির্মাণ করা হয়।                          

ডেন নির্মাণের ইট গুলি মাজবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম প্রাং এর ছেলে অফের আলী প্রাং (৫২) সহ অজ্ঞত্য নাম ৪ থেকে ৫ ব্যক্তি ইট গুলো খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন কোরিয়ান মেশিনের মালিকের ছেলে মোঃ তাজুল ইসলাম তাজব্বর।

এ বিষয়ে অফের আলী প্রাং কে জিজ্ঞাসা করলে সংবাদকর্মীদের বলেন, আমি ওখান থেকে কিছু ইট নিয়ে এসেছি, বাঁকি ইটা গুলো কে নিয়ে গেছে আমি জানিনা।

error: Content is protected !!