হোম » সারাদেশ » গরুর গোস্তের দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো

গরুর গোস্তের দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে গরুর গোস্তের দামে দিশেহারা উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ।

৫৫০ টাকার গোস্ত এক লাফে বেড়ে হয়েছে ৬৭০ টাকা থেকে ৭০০ টাকা। ফলে ইচ্ছে থাকা সত্তেও পরিবার-পরিজন নিয়ে গরুর গোস্ত খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

এদিকে উপজেলার চকনুর গ্রামের মোঃ সেলিম রেজা হৃদয় বলেন, সামনে রমজান মাস, এভাবে মসলা ও গোস্তের দাম বাড়তে থাকলে গরুর গোস্ত খাওয়া ভুলে যেতে হবে আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে।

এদিকে উপজেলার বেশ কয়েকজন গোস্তের ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, গো-খাদ্যের সকল পণ্যের দাম বাড়তি থাকায় বেড়েছে গরুর দাম। ফলে যে দামে গরু ক্রয় করছি সে অনুযায়ী সিমিত লাভেই গরুর গোস্ত বিক্রি করছি।

এমতাবস্হায় রমজানে গরুর গোস্তসহ সকল ধরনের গোস্তের দাম মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করছেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অসহায় মানুষগুলো।

error: Content is protected !!