হোম » সারাদেশ » ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র

ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র

আওয়াজ অনলাইন: একমাস বন্ধ থাকার পর আবারও চালু হলো রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বুধবার রাত ১১টা ৩ মিনিটের সময় পুনরায় উৎপাদন শুরু করেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।

চালু হওয়ার পর জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি। পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৭ ডিসেম্বর রাতে রামপালের প্রথম ইউনিট থেকে শুরু হয় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। পরে ২৭ দিনের মাথায় গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। তবে কয়লা আমদানি শুরু হওয়ায় অবশেষে কাটলো সংকট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু রাখতে দৈনিক প্রয়োজন পাঁচ হাজার মেট্রিক টন কয়লা। গত ৯ ফেব্রুয়ারি রাতে রামপালে আসে ৩০ হাজার মেট্রিক টন কয়লার জাহাজ। আগামী ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার মেট্রিক টন কয়লার চালান আসার কথা।

বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে বাগেরহাটের রামপালে নির্মিত হয়েছে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র। উৎপাদন শুরু হওয়া প্রথম ইউনিটের ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আর এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়নি বাকি ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট।

error: Content is protected !!