হোম » সারাদেশ » হাতীবান্ধায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের সমর্থদের ধাওয়া পাল্টা ধাওয়া 

হাতীবান্ধায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের সমর্থদের ধাওয়া পাল্টা ধাওয়া 

আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানগনে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিভাগীয় তদন্তকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
জানাগেছে, গতবছরের নভেম্বর মাসে টিআর, কাবিটার ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর মারামারিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা হয়।
তারপর ১২ ইউনিয়ন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে আজ তদন্তে আসেন রংপুর বিভাগীয়  অতিরিক্ত কমিশনার রাজস্ব ইব্রাহিম খান।
তারপর উপজেলা চেয়ারম্যানের সমর্থকগণ উপজেলা পরিষদের সামনে সড়কের দুপাশে মামুনের দ্বায়ের করা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন শুরু করে। পরে ইউনিয়ন চেয়ারম্যান ও তাদের সমর্থকরা মামুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
তারপর উপজেলা চেয়ারম্যান  ও ইউনিয়ন চেয়ারম্যানগণের সমর্থদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ বিষয়ে একে অপরকে দোষারোপ করছেন।
error: Content is protected !!