হোম » সারাদেশ » খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

খুলনা প্রতিনিধি: খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এই ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, সেই পরিমাণ টাকাই ব্যাংকের একাউন্টে জমা হবে।
তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এল এ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোন অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সাথে জড়িত থাকলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মাঝে ৫৩ লাখ ৭৫ হাজার আটশত ৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছাঃ শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!