হোম » সারাদেশ » পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে কুবি প্রশাসন

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে কুবি প্রশাসন

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। কাঙ্খিত সেতুটির উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসন সরাসরি উদ্বোধন অনুষ্ঠান এবং  র‌্যালির আয়োজন করেছে। এতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ২৩ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিষ্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জুন (শনিবার) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হবে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে। এছাড়া, ২৮ জুন(মঙ্গলবার) ১০:৩০ সেতু উদ্বোধন উপলক্ষে র‌্যালি আয়োজন করা হয়েছে।
র‌্যালি উপলক্ষে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আট সদস্যের কমিটিতে আছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস- উল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমীন,  গনিত বিভাগের সহযোগী অধ্যাপক  জিল্লুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসাইন,  আইসিটি সেলের এ. এম. এম সাইদুর রশীদ এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।
error: Content is protected !!