হোম » সারাদেশ » জয়পুরহাটে চড়া মজুরিতে ধানকাটা, লোকসানে কৃষকরা

জয়পুরহাটে চড়া মজুরিতে ধানকাটা, লোকসানে কৃষকরা

রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলায় ধান কাটা শ্রমিক সংকট এখনো কাটেনি। জেলায় গড় ৩০ ভাগ ধান কাটা হয়েছে। বাকি রয়েছে ৭০ ভাগ। গত ২ সপ্তাহ আগের ঝড়ে এবং ঘনঘন বৃষ্টিপাতের কারনে জমিতে পানি জমে থাকায় ধান কাটায় শ্রমিকদের বাড়তি টাকা দিয়েও শ্রমিক মেলানো যাচ্ছে না। এদিকে উত্তরাঞ্চলের নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় জেলা থেকে জয়পুরহাটে আগত শ্রমিকরা প্রথম ধাপ ধান কাটে অনেকেই নিজ এলাকায় চলে যাওয়ায় আবারো নতুন করে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এবার ঝড়ের কারনে ধানের ফলন ও কম হচ্ছে বিঘা পতি ৪ থেকে ৫ মণ ফলন কম হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রেজানা গেছে শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার মেশিন থাকলেও জমিতে পানি থাকার কারনে সব জমিতে মেশিন ব্যবহার করে ধান কাটা মারায় সম্ভব হচ্ছে না। জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর এ ৩ উপজেলায় আলু উৎপাদন হওয়ায় এসব জমির ধান দেরিতে রোপন করা হয়। এর ফলে এসব এলাকায় এখনো ধান কাটা সেভাবে শুরু হয়নি।

error: Content is protected !!