হোম » সারাদেশ » মুজিববর্ষের অঙ্গীকার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর।

মুজিববর্ষের অঙ্গীকার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর।

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর মুজিববর্ষের অঙ্গীকার হিসাবে সমগ্র বাংলাদেশ চলমান এরই ধারাবাহিকতা সিসাবে জীবননগর ভূমিহীন গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে এই বছরে ৫৫ টি ঘর করার অনুমোদন পান জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফুল ইসলাম। ।উক্ত কাজ পাওয়ার প্রেক্ষিতে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ের জন্য কাজ শুরু করেন।এবংজীবননগর উপজেলায় ২২টি ঘরের কাজ ইতিমধ্যেসম্পন্ন করেছেন।তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৬/৪/২০২২রোজ মঙ্গলবার সকাল ৯টা৩০মিনিটের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশে একযোগে যে ঘর গুলোর কাজ সম্পুর্ণ রুপে শেষ হয়েছে, সেগুলো ভুক্তভোগী বা উপকারভোগীদের হাতে ঘরের দলিলপত্র সহ চাবি হস্তান্তর করবেন।
এরই ধারাবাহিকতায় জীবননগর উপজেলায় ২২টি ঘরের কাজ”গোয়ালপাড়াও খয়েরহুদা” সম্পূর্ণরুপে শেষ হওয়ায়২২জন উপকার-ভোগীরদের মাঝে ২শতাংশ করে(প্রত্যেককে)জমির দলিল সহ চাবি হস্তান্তর করবেন। চুয়াডাঙ্গা-২আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃআলী আজগর(টগর)।উক্ত অনুষ্ঠানে জীবননগর উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন।
আরও প্রায় ৩০টি ঘরের কাজ ইতিমধ্যে ৮০% সম্পন্ন হয়েছে,নিন্মে ছবিতে বিদ্যমান।ভূমিহীনদের ঘরের কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সহ জনপ্রতিনিধিদের সকলকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘর প্রতি সরকারের বরাদ্দ২৪০০০০/-দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র।ভূমিরহীনরা ঘর পেয়ে তারা মহা খুশি হয়ে আনন্দ করে।
error: Content is protected !!