হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ধানের সাথে শত্রুতা     

বগুড়ার শেরপুরে ধানের সাথে শত্রুতা     

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নওদাপাড়া গ্রামে চাতালের সিদ্ধ করা ৭০ মন ধান কে বা কারা শত্রুতা বশত পুকুরের ভিতর ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ১৭ই এপ্রিল রোববার বিকালে ধান গুলো উদ্ধার করেছে মালিক কোরবান আলী। যানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের চাতাল ব্যবসায়ী কোরবান আলীর চাতালের ধান গত কয়েকদিন হল চুরি হয়ে যাচ্ছিল। বিষয়টি চাতাল শ্রমিকরা টের পেয়ে মালিক কোরবান আলী কে জানায়। চাতালের শ্রমিকরা ১৬ এপ্রিল শনিবার বিকালে ধান গুছিয়ে চলে যায়।
পরদিন রোববার সকালে শ্রমিকরা এসে চাতালে অর্ধেক ধান দেখতে পায়। পরে মালিক কে বিষয়টি জানালে তারা ধান খুঁজতে থাকে। দুপুরের দিকে পাশের পুকুরে ধানের চিটা ভাসতে দেখে একজন শ্রমিককে পুকুরে নেমে দেয়। এবং প্রায় ৭০ মণ ধান পুকুরে ভিতরে পায়। সেখান থেকে ৪০ মনের মত ধান উদ্ধার করতে পারলেও বাকি ধান গুলো নষ্ট হয়ে কাদার সাথে মিশে যায়। এ বিষযয়ে চাতাল মালিক কোরবান আলী জানান, কে বা কারা আমার সাথে শত্রুতা করে খাদ্য সামগ্রী ধান এভাবে পুকুরের ভিতর ফেলে নষ্ট করেছে।
error: Content is protected !!