হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে খাস সম্পত্তি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ আহত ৩,নিহত-১

বগুড়ার শিবগঞ্জে খাস সম্পত্তি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ আহত ৩,নিহত-১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্টে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩।  রবিবার উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনী বিন্যাচাপড় গ্রামে (সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে) এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বুলু মিয়া (৪৫) গুরুত্বর আহত হলে তাকে শজিমেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে  সে মারা যায়। নিহত বুলু মিয়া খেউনী বিন্যাচাপড় গ্রামের আজগর আলীর পুত্র।

সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন, খেউনী বিন্যাচাপড় গ্রামের  ফজলুর রহমানের পুত্র মাইদুল ইসলাম(৩০), নিহত বুলু ছেলে মিনহাজ(২৫), ও আজগর আলীর পুত্র দুদু মিয়া (৪০)। তাদেরকেও শজিমেকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  খেউনী বিন্যাচাপড় গ্রামের মজিবর রহমানের পুত্র রঞ্জু মিয়া ও একই গ্রামের  মৃত: মতলেবুর রহমান খোকা’র পুত্র হাফিজার সরকারের মধ্যে ঐ খাস সম্পত্তির মালিকা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের  ধরে  ১৭ এপ্রিল বিকালে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

এবিষয়ে নিহত বুলু মিয়ার ভাতিজা রঞ্জু মিয়া বলেন,  শৌলা গ্রামের সিরাজ ফকির ছেলে ইন্দাজ আলী ফকির (৪৫), একই গ্রামের  মৃত: মোঃ আব্দুল ছাত্তার ছেলে শহিদুল ইসলাম (৫৫), মৃত: মতলেবুর রহমান খোকার ছেলে হাফিজার সরকার (৫০) মৃত: ছাত্তারের ছেলে ছামছুল সরকার (৫০) ও খেউনী বিন্যাচাপড় গ্রামের মৃত: রমজান ফকিরের ছেলে  মুক্তার ফকির (৫০),  নুর সরকারের ছেলে  নজমল হোসেন (৪০), আফতাব আলীর ছেলে  আরিফ ইসলাম (৩০) সহ ৩০/৪০ জনের একটি সংবদ্ধদল আমার বসত বাড়ীর সামনে খাস জমি বেদখল করতে আসলে  আমি না থাকায় আমার চাচা বুুলু মিয়া সহ আমার আত্মীয় স্বজনারা এতে বাঁধা দিলে প্রতিপক্ষের মারপিটে ঘটনাস্থলে ৪ জন গুরুত্বর আহত হয়।

তিনি বলেন, ইতিপূর্বে প্রতিপক্ষদের কে ৩০ হাজার টাকা চাঁদা দিয়েছি।  সংঘর্ষের বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, সংঘর্ষে বুলু মিয়া নামের একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!