হোম » সারাদেশ » ভালুকায় শেফার্ড ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্তে শিল্প পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত

ভালুকায় শেফার্ড ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্তে শিল্প পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে শিল্পের প্রসার ঘটানোর বিকল্প নেই।দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্প কারখানার নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি মালিক ও শ্রমিকদের সমন্বয় তৈরি করতে প্রতিনিয়ত করছে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫।৩১শে মার্চ বৃহস্পতিবার ১১টায় ভালুকার স্বনামধন্য শিল্প কারখানা শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অত্র কারখানার পুরুষ্কার প্রাপ্ত সুযোগ্য জিএম মোকলেসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।এসময় তিনি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি পরিদর্শন করেন।এবং আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে বেতন-বোনাস সংক্রান্তে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সভায় শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সংক্রান্ত খোঁজখবর নেন।

এছাড়া আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা-বোনাস যথাসময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন।কারখানায় অপ্রীতিকর ঘটনা ও শ্রমিক অসন্তোষ সহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের দিক নির্দেশনা দেন। অহেতুক গুজবে কান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আলোকপাত করেন। শিল্প-কারখানার সার্বিক নিরাপত্তা ও সেবায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন।উক্ত সভায় শিল্প কারখানার মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান,ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন,শেফার্ড সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!