হোম » সারাদেশ » ভৈরবে জাতীয় ভোটার দিবস পালিত

ভৈরবে জাতীয় ভোটার দিবস পালিত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  “মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভৈরবে৪র্থ জাতীয় ভোটার দিবসপালিত হয়েছে।আজ ২রা বুধবার  মার্চ সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই ভোটার দিবস পালিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান রহমান সবুজ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ভৈরব পৌর সভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজলা সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুজ্জামান তাসনিম, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার স্বপ্না ইসলাম প্রমুখ। এসময় উপজেলা নির্বাচননীকর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাট্য র‍্যালি উফজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুমুর‍্যলে এসে শেষ করা হয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,যে সকল নারী পুরুষের বয়স হয়েছে ১৮ বছর হয়েছে  তারা নির্বাচন অফিসে এসে ভাোটার হতে পারবে। তাছাড়া যদি কারো ভোটার কার্ড নাম তারিখ ভুল থাকে, তা আবেদনের মাধ্যমে আমরা তা সংশোধন করে দিব।
error: Content is protected !!