হোম » সারাদেশ » লালমনিরহাটে আবারও চলছে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা

লালমনিরহাটে আবারও চলছে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা

মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট প্রতিনিধি: করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা গত ২৩দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা শুরুর পর দর্শক সংখ্যা কম হলেও দিনে দিনে তা বাড়ছে। পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় বিভিন্ন খাবার, পোশাক, কসমেটিকস, ক্রোকারিজসহ নানা রকমের দোকান রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার রাইডস। পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা চলবে আগামী একমাস পর্যন্ত মর্মে জানা গেছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১২ জানুয়ারি লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী আবিদা সুলতানা।
করোনার সংক্রমণ বৃৃদ্ধির কারণে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা শুরুর ৭দিনের মধ্যেই অনিবার্য কারণ বশতও পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা/২০২২ এর সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হইল মর্মে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের হার তুলনামূলক ভাবে কমে গেলে প্রশাসনের অনুমতি নিয়ে আবারও শুরু হয়েছে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলার কার্যক্রম।
পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় বিভিন্ন রকমের তৈরি পোশাক, জুয়েলারি, তৈরি করা খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর স্টল রয়েছে। শিশুদের জন্য পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় রয়েছে নাগড়দোলা, চড়কি, নৌকা, স্লিপিং এর ব্যবস্থা। এছাড়া মোটর সাইকেল খেলা, ট্রেন ভ্রমনসহ অনেক কিছু।
পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক সূত্রে জানা যায়, পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলাটি শুরুর এক সপ্তাহে বন্ধ হওয়ার ২৩দিন পর আবারও শুরু হলো। এটা অনেকেই জানেন না, কয়েকদিনের মধ্যে আশা করছি বেচাকেনা বেড়ে যাবে। পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০টাকা। আর প্রবেশের টিকিট দিয়ে লটারী ড্র হবে। লটারীর পুরস্কার হিসেবে রয়েছে ২টি ব্রান্ড নিউ বাজাজের মোটর সাইকেল।
error: Content is protected !!