হোম » সারাদেশ » নাটোরে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টায় মেয়ে নিহত

নাটোরে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টায় মেয়ে নিহত

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের হালসায় গলায় ফাঁস লাগিয়ে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টায় মেয়ে মুন্নির(২০) মৃত্যু হয়েছে। আশংকাজনক অবস্থায় মা জাহেদা বেগম (৩৩) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার  দুপুর দিকে নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের মন্ডলপাড়া গ্ৰামে পারিবারিক কলহের জেরে মা এবং মেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
নিহত মুন্নি (২০) হালসা মন্ডলপাড়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য খোরশেদ মন্ডলের মেয়ে। অপরজন আহত জাহেদা খোরশেদ আলম এর স্ত্রী। এলাকাবাসী জানায় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করে। এই খবরে অভিমানে মা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে খোরশেদ আলমের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সদর হাসপাতালে গিয়ে জানা যায় মুন্নি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা যায় তার মা জাহেদা বেগম কে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি তদন্ত পূর্বক আমরা ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে বিষয়টি আসলে কী ঘটেছে।

Loading

error: Content is protected !!