হোম » সারাদেশ » ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন : জামালপুরের মেলান্দহের ১০ নং ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম হীরার সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ।  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, এডভোকেট আমান উল্লাহ আকাশ, হাজী দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য আজিজুর রহমান ডল, নারায়ণ চন্দ পাল রানা, জিএস উজ্জ্বল প্রমূখ।
ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সর্বাথক স্বার্থক করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সম্মেলনে প্রার্থীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা অংশ নেন ।

Loading

error: Content is protected !!