হোম » সারাদেশ » রায়গঞ্জে এমপি আজিজের রোগমুক্তি কামনায় ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রায়গঞ্জে এমপি আজিজের রোগমুক্তি কামনায় ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও ওয়ার্ড আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় ২১ জানুয়ারী শুক্রবার বাদ জুমা ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে এমপি আজিজের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের শারীরিক সুস্থতা ও তাঁর পরিবারের সকলের সুস্থতার জন্য ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে দোয়া পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল বলেন, (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্ত কামনায় আমার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এসময় এমপি মহোদয়ের শারীরিক সুস্থতা ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Loading

error: Content is protected !!