হোম » সারাদেশ » রায়গঞ্জে পশু খাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা

রায়গঞ্জে পশু খাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গবাদি পশুর খাদ্যের দাম বয়েকগুন বেড়েছে। গরুর গাদ্যের দাম বেড়ে যাওয়ায় উপজেলার গরুর খামারিরা পরেছে বিপাকে। উপজেলার বেশ কয়েকজন গরুর খামারিদের সাথে কথা হলে তারা জানান, আমাদের স্হানীয় বাজার গুলোতে আগে খুদ কেজি প্রতি ১৪ টাকা থেকে ১৫ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৩৬ টাকা। একইভাবে ১২ টাকার ভূট্টা ৩০ থেকে ৩২ টাকা, ভূষি ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা থেকে ৪২ টাকা সহ প্রায় পশুর সকল ধরনের পন্যের দামে দিশেহারা পশুর খামারি মালিকরা।
এদিকে উপজেলার স্হানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, পশুর খাদ্যে ও খড়ের  দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় আমাদের গরুগুলোকে অধিকাংশ সময় না খেয়েও রাখতে হয়। অধিক হারে বেড়ে গেছে খরের দামও। সরকারি ভাবে প্রচুর প্রনোদনা দেওয়া হলেও আমরা প্রকৃত মালিকরা পাইনি কোনো আর্থিক সহযোগিতা। পশু খাদ্যের দাম দিন দিন বাড়ার কারনে আমরা আর কুলাতে পারছি না। বিশেষ করে খড়ের দামের কাছে। এ অবস্হায় পশুর খাদ্যের দাম, পশু মালিকদের ক্রয়খমতার মধ্যে রাখার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সুদৃস্টি কামনা করেন উপজেলার সাধারণ গরু ব্যাবসায়ীরা।
error: Content is protected !!